শিরোনাম
ধামরাইয়ে চাঁদাবাজিকালে আট ভুয়া ডিবি আটক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১৩:৫৫
ধামরাইয়ে চাঁদাবাজিকালে আট ভুয়া ডিবি আটক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজি করার সময় আট ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি ডিবির পোশাক, ১টি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডক্যাপ, ১টি খেলনা পিস্তল, নগদ চার হাজার সাত’শ টাকা, ১টি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


সোমবার ভোর রাতে ধামরাই ও সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশ।


আটককৃতরা হলো- বরগুনার সদর থানার মৃত নাসির উদ্দিনের ছেলে জসিম মিয়া (৩২), কুষ্টিয়ার ভেড়ামাড়া থানার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), সাতক্ষীরা সদর থানার জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৭), গোপালগঞ্জের কাশিয়ানী থানার মৃত মন্টু শেখের ছেলে আলমগীর শেখ (৩৫), পিরোজপুরের স্বরূপকাঠি থানার মৃত আজি মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), ঝালকাটির নলসিটি থানার সোবাহান খানের ছেলে মাসুম খান (৩৬), জামালপুরের বকশিগঞ্জ থানার ফোরকান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৬) ও কুমিল্লার দেবীদ্বার থানার মৃত কাজিমুদ্দিনের ছেলে মোস্তাফা মিয়া (৪৪)।


এবিষয়ে সোমবার দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাঈদুর রহমান সাংবাদিকদের বলেন, ভোর রাতে ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ভুয়া ডিবি পুলিশ বিভিন্ন স্থানে ও মহাসড়কে মানষকে মানুষকে দেখিয়ে এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো।


তিনি বলেন, গত কয়েকদিন আগে ধামরাইর কেলিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাত পা ও মুখ বেধে তিন লাখ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয়। আটক আট ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।


অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর থেকে বিপুল পরিমাণ বিদেশী মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com