শিরোনাম
‘রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার’
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৩১
‘রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার’
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার থেকে আসা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। বাংলাদেশ যে তাদের মানবিক সহায়তা দিয়েছে তা পৃথিবীতে বিরল। এজন্য বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।


এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিমান যোগে রবিবার দুপুর ১২টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। এসময় তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে গাড়িযোগে তিনি বান্দরবানের তুমব্রু শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান।


দুপুর দেড়টার দিকে তিনি উখিয়ার কুতুপালং ১৭নং ক্যাম্পে যান। ওখানে মন্ত্রী কথা বলেন কিছু রোহিঙ্গাদের সাথে এবং তাদের সাথে সময় কাটান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী, এডিসি জেনারেল মাহিদুল রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী।


বিবার্তা/মানিক/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com