শিরোনাম
ছাত্রীদের উত্যক্ত করায় শিক্ষকের জেল
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ২১:৪৯
ছাত্রীদের উত্যক্ত করায় শিক্ষকের জেল
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধামরাইয়ে একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর নয়জন ছাত্রীকে উত্ত্যক্ত করা দায়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ৪ মাসের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


ঘটনাটি ঘটেছে পৌরসভার আইঙ্গন মহল্লার নতুক কুঁড়ি মডেল স্কুলে। কারাদন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তবে সাইদুল ইসলাম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।


উত্যক্তের শিকার ছাত্রীদের ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পৌরসভার আইঙ্গন মহল্লায় অবস্থিত নতুন কুঁড়ি মডেল স্কুলের সপ্তম শেণীর নয়জন ছাত্রী পৌরসভার মেয়র গোলাম কবিরের কাছে লিখিত অভিযোগ দেয় যে, তাদের স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম প্রায়দিনই শ্রেণিকক্ষে কুরুচিপূর্ণ ও অশালীন আচরণ এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন। অশালীন ভাষায় গালিগালাজ করেন।


পরে মেয়র ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে আনেন তার পৌর কার্যালয়ে। বিষয়টি ওসিকে জানান মেয়র। খরব পেয়ে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।


বিকেলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ও উত্যক্তের শিকার ছাত্রীদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের কার্যালয়ে হাজির করে। আদালত শুনানি শেষে ওই শিক্ষককে ৪ মাসের কারাদন্ড প্রদান করেন।


বিবার্তা/শরীফুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com