শিরোনাম
নলছিটিতে ইউপি সচিবের কক্ষে নারীর শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪৮
নলছিটিতে ইউপি সচিবের কক্ষে নারীর শ্লীলতাহানির অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির নলছিটিতে ইউপি সচিব ও চৌকিদারের বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। উত্তরাধিকার সনদে স্বাক্ষর আনতে গেলে তারা ওই নারীকে মারধর ও টেনেহিচড়ে কাপড় খোলার চেষ্টা করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ওই নারীকে ঘণ্টা খানেক আটকে রেখে সচিব ও চৌকিদারের পা ধরে ক্ষমা চাইতে বলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান। ক্ষমা চাওয়ার পরও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর না দেয়ার অসহায় ওই নারীকে পুলিশে সোপর্দ করেন তিনি।


উপজেলার কুশঙ্গল ইউনিয়নে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে রাতে সাড়ে ৮টার দিকে থানা থেকে ওই নারীকে ছেড়ে দেয় পুলিশ।


ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, উত্তরাধিকার সনদে স্বাক্ষর নিতে একাধিকবার কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব মো. মনিরুজ্জামান হাওলাদারের কাছে গেলেও তিনি তা দেননি। উল্টো তিনি তার সঙ্গে অসংলগ্ন আচরণ ও অনৈতিক প্রস্তাব দিতেন। ওই দিন ফের তার কক্ষে গেলে সচিব অসংলগ্ন আচরণ শুরু করেন। একপর্যায় সচিব তাকে গালাগাল দিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।


তিনি এর প্রতিবাদ করলে জুয়েল নামের এক চৌকিদার তার মাথায় আঘাত করে ও শরীরে হাত দিয়ে জোরপূর্বক কক্ষের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর সচিব, জুয়েল চৌকিদার ও স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় তার শরীর থেকে ওড়না টেনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন তারা। পরে তারা ওই নারীর ভ্যানিটি ব্যাগ কেড়ে নেন এবং আরো নানাভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন।


এ ঘটনার পরে তাকে একটি কক্ষে আটকে রেখে সচিব ও চৌকিদারের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর শিকদার। পরবর্তীতে যাতে কোনো আইনগত ব্যবস্থা নিতে না পারে সেজন্য তাকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলা হয়। এতে তিনি রাজি না হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়।


অভিযোগ স্বীকার করে ইউপি সচিব মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, ওই নারী একজন উত্তরাধিকারীকে বাদ দিয়ে উত্তরাধিকার সনদে স্বাক্ষর নিতে এসেছিল। তখন তাকে এটি সংশোধন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের স্বাক্ষরসহ ইউনিয়ন পরিষদে জমা দেয়ার জন্য বলা হলে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায় তিনি জুয়েল নামে এক চৌকিদারকে জুতাপেটা করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।


চৌকিদার জুয়েল বলেন, ওই মহিলা আমাকে মারধর করেছে। আমরা কেউ তাকে আঘাত করিনি।


কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর শিকদার বলেন, ইউনিয়ন পরিষদে নারীর শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। ওই নারী পোশাক পরিহিত এক চৌকিদারকে জুতাপেটা করায় তাকে পুলিশে দেয়া হয়েছে।


নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, কোনো পক্ষের অভিযোগ না থাকায় ওই নারীকে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার খালা ও বোনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com