শিরোনাম
কাউখালী প্রাণিসম্পদ অফিসের ১১টির মধ্যে ৭ পদই শূন্য
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ২০:১৩
কাউখালী প্রাণিসম্পদ অফিসের ১১টির মধ্যে ৭ পদই শূন্য
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলার প্রাণিসম্পদ অফিসের ১১টি পদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ৭টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে গবাদি পশুর চিকিৎসা সেবা মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত হিসেবে একজন ভেটিনারী সার্জন কাজ করছেন।


২০১২ সালের ১৪ এপ্রিল প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উল্লাহ্ বদলী হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদটি শূন্যই রয়ে গেছে। এছাড়া প্রয়োজনীয় উপকরণ, ওষুধ ও চিকিৎসকসহ জনবল সংকটের কারণে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাঁস, মুরগি, গরু, মহিষ ছাগল, ভেড়া, কবুতর ও কোয়েল খামারের মালিকরা।


উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলা অফিসে মোট ১১টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছে মাত্র ৪ জন। শূন্য পদগুলো হলো- প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী-১ জন, ভিএফএ ১ জন, কৃত্তিম প্রজননকারী ১ জন, অফিস সহকারী ১ জন, ড্রেসার ১ জন, এমএলএসএস ১ জন।


এছাড়া ভবনটি ঝুঁকিপূর্ণ। ছাদ দিয়ে পানি পড়ে অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। বাউন্ডারি ওয়াল না থাকায় অবাধে গরু-ছাগল প্রবেশ করে অফিসের পরিবেশ নষ্ট করছে। অফিসটি নিচু জায়গায় হওয়ায় স্বাভাবিক জোয়ারের চেয়ে সামান্য একটু বেশি পানি এলেই অফিসের ভিতরে পানি প্রবেশ করে।


উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্তব্যরত ভেটিনারী সার্জন ডা. শহিদুজ্জামান জানান, জনবল সংকটের কারণে চিকিৎসা সেবায় স্থবিরতা বিরাজ করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিবার্তা/বশির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com