শিরোনাম
ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ০৯:২৫
ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।


ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।


গত রবিবার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় কলেজের শিক্ষক আবুল কালাম (৫৫) ও সফর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হন শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন। এরপর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকালে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com