শিরোনাম
নলছিটিতে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর প্রশ্নপত্র
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৯:৩৫
নলছিটিতে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর প্রশ্নপত্র
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির নলছিটির বি জি ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাজুয়ালের দুই শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট পরে প্রশ্নপত্র পেয়েছেন।


বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বি জি ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


পরীক্ষার্থী দু’জন পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের রুবেল হাওলাদার (রোল নং ৮০২৭৩৬) ও একই বিদ্যালয়ের রমিজ হাওলাদার (রোল নং ৮০২৭৩৫)।


পরীক্ষার্থী রুবেল হাওলাদার সাংবাদিকদের জানান, আমরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছি। পরীক্ষা শুরুর ৪৫ মিনিটি পার হয়ে গেলে আমাদেরকে প্রশ্নপত্র দেয়া হয়নি। আমাদের হলের দায়িত্বে থাকা শিক্ষক গোপাল মণ্ডলের কাছে আমরা একাদিকবার প্রশ্নপত্র চেয়েছি। প্রশ্নপত্র চাওয়ার ৪৫ মিনিট পরে আমাদেরকে প্রশ্নপত্র দেয়া হয়েছে। বিলম্ব করে প্রশপত্র দেয়ায় আমারা সব প্রশ্নের উত্তর দিতে পারিনি।


এব্যাপারে হল সুপার হায়দার আলী বলেন, ভুল করে রেগুলার শিক্ষার্থীদের প্রশ্নপত্র ওই ক্যাজুয়াল শিক্ষার্থীদের দেয়া হয়েছিল। পরবর্তীতে ঠিক করে দেয়া হয়েছে।


এব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্ররাফুল ইসলাম বলেন, এ বিষয় আমি জানতে পেরেছি। জানতে পেরে ওই শিক্ষার্থীদের পরীক্ষার সময়ে বাড়িয়ে দিতে বলছি। অপরদিকে দায়িত্বে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com