শিরোনাম
ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৩০
ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের বিভিন্ন প্রকল্পের সাথে ঝালকাঠির তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার সকালে ঝালকাঠি ডিসি কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলার কাঁঠালিয়া উপজেলায় হলতা নদীর ওপরে ২ দশমিক ৬৫ কিলোমিটার সেতু এবং রাজাপুর উপজেলায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঝালকাঠি সদরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর ঝালকাঠির এ দুটি প্রকল্প উদ্বোধনের পরে জেলা শহরে আনন্দ র‌্যালি বের হয়। ডিসি, পুলিশ সুপার, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com