শিরোনাম
টাঙ্গাইলের ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৬:৩০
টাঙ্গাইলের ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।


বৃহস্পতিবার সকালে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।


প্রধানমন্ত্রী মোট ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনকৃত প্রকল্প গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালীহাতী, ধনবাড়ী থানা ভবন, সখিপুর অনার্স কলেজের ৪ তলা ভবনের নির্মাণসহ ৭টি প্রকল্প ও টাঙ্গাইলের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন।


এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ সখীপুর আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com