শিরোনাম
রাজবাড়ীতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৩:৪৭
রাজবাড়ীতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে ২০১৮-১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে প্রধান অতিথি হিসেবে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী কৃষকদের হাতে এসব বীজ ও রাসায়নিক সার তুলে দেন।


এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক প্রমুখ উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন শেখ জানান, ২০১৮-১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়েছে।


বিবার্তা/শিহাব/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com