শিরোনাম
কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১২:২৪
কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন উদ্বোধন প্রধানমন্ত্রীর
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বহুল প্রতিক্ষত গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশে আধুনিক রেলস্টেশন ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন’ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে গণভবন থেকে টেলিকন্ফারেন্সের মাধ্যমে স্টেশনটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।


বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রেলস্টেশনটিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।


এ সময় কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এ উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর-১ আসনেরিএমপি পদপার্থী মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী ও রেলস্টেশনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।



রেলস্টেশনটি চালুর মাধ্যমে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।


রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন। এ স্টেশনটি আকারে ছোট হলেও এর মূল ডিজাইন রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আদলে করা।


বিবার্তা/তুহিন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com