শিরোনাম
চট্টগ্রামে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১০:৫০
চট্টগ্রামে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়। এই শিশুরা হলো রাজিয়া সুলতানা (১১) ও মোহাম্মদ সামিন (৩)।


চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তানিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমানবাজার এলাকার খোশালশাহ রোডের একটি তিনতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।


দীর্ঘদিন ওই বাসায় কোনো ভাড়াটে ছিল না। দরজা-জানালা বন্ধ ছিল। ভাড়াটে হিসেবে প্রথম দিন আনোয়ার ওই বাসায় পরিবার নিয়ে উঠেছিলেন। এতে আনোয়ারের ছেলে সামিন, ইয়ামিন ও স্ত্রী সুমি আক্তারসহ মোট পাঁচজন দগ্ধ হয়। তাদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকেরা রাতেই জানান, আগুনে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।


ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এটি অন্য কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করা হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com