শিরোনাম
রাতের আঁধারে ৭০ গাছের চারা কর্তন!
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৮:৪৭
রাতের আঁধারে ৭০ গাছের চারা কর্তন!
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাতের আঁধারে প্রবাস ফেরত এক ব্যক্তির বিভিন্ন প্রজাতির ৭০টি ফলজ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে গাছগুলো কাটা অবস্থায় দেখে ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন বাকরুদ্ধ হয়ে পড়েন।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের কোনো এক সময়, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে। খবর পেয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল কালাম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব বশিপুর গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই সোহেল রানাদের জমির বিরোধ চলে আসছে। সোহেল একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ওই জমির মালিকানা নিয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা হয়। সম্প্রতি ওই মামলায় ইসমাইলের পক্ষে রায় আসে। ঘটনার সময় দুর্বৃত্তরা আম, লিচু, পেয়ারা, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ৭০টি ফলজ গাছের চারা কেটে ফেলে।


ক্ষতিগ্রস্থ ইসমাইল হোসেন আক্ষেট করে বলেন, আমার গাছের চারাগুলোর কী অপরাধ ছিল? জমির পূর্ব শত্রুতা নিয়ে সোহেল লোকজন দিয়ে চারাগুলো কেটে ফেলেছে বলে ধারণা করছি। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব।


তবে, অভিযোগ অস্বীকার করে সোহেল রানা বলেন, আমি পরিবারসহ সিলেটে থাকি। কে বা কারা গাছের চারা কেটেছে তা আমার জানা নেই।


দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com