শিরোনাম
স্ত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপ, স্বামী গ্রেফতার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৩:১৭
স্ত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপ, স্বামী গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূ রিমা খাতুনকে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় তার স্বামী রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার সকালে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। রাকিব হাসান নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামে আক্কাস আলী ছেলে।


জানা গেছে, গত রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রিমা খাতুন তার শোয়ার ঘরে মাথায় চিরুনি করছিল। এমতাবস্থায় তিনি তার পিঠে আগুন জ্বলে উঠতে দেখেন। তখন চিৎকার করলে তার পরিবারে লোকজন এসে আগুন নেভায়। পরে তাকে দগ্ধ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে রিমা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় রিমার বাবা রেজাউল করিম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন। এরপর সন্ধ্যায় নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই আকবর আলীসহ একদল পুলিশ পৌর এলাকার ফোকপাল গ্রামে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।


নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com