শিরোনাম
বিয়ে করতে এসে বর শ্রীঘরে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৩:৩৩
বিয়ে করতে এসে বর শ্রীঘরে
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলার তানোর উপজেলার সীমানাবর্তী মহব্বতপুর গ্রামে বাল্যবিয়ের দায়ে বর উজ্জ্বল হোসেনকে (১৯) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।


সোমবার বিকেলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল- হালিম মহব্বতপুর গ্রামে গিয়ে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডের আদেশ দেন।


উপজেলার ধূরইল ইউনিয়নে মহব্বতপুর গ্রামের আব্দুল মঞ্জিল মেয়ে খাদিজা আক্তার মুন্নির (১৫) সঙ্গে একই উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোরাঙ্গপুর গ্রামের মেছের আলী ছেলে উজ্জ্বলের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন বরকে আটক করেন।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভী, কনের বাবা পালিয়ে যায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উভয়পক্ষ বাল্যবিয়ের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়ায় লঘু দণ্ড দেয়া হয়েছে।


মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন জানান, উজ্জ্বলকে মঙ্গলবার রাজশাহী কেন্দ্রীয় করাগারে প্রেরণ করা হবে।


বিবার্তা/অসীম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com