শিরোনাম
২২ দিন পর ইলিশ এলো বাজারে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১১:২৬
২২ দিন পর ইলিশ এলো বাজারে
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হয়েছে। তাই ২২ দিন পরে ঝালকাঠির বাজারে ইলিশ উঠতে শুরু করেছে। জেলেদের জালে ধরা পড়া ৬০ ভাগ মাছের পেটে এখন ডিম নেই। আর মাছের আকার গড়ে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের।


গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। এই ২২ দিনে সরকারি নিষেধাজ্ঞা আমান্য করে নদীতে ইলিশ আহরনের দায়ে ৪১ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।


১২১টি মোবাইল কোর্ট ২১২টি অভিযান পরিচালা করে। অভিযান চালাকালে ৮৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং চার লাখ ৩৯ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য ৬৫ লাখ ৮৫ হাজার টাকা।


৫৭টি মামলা হয়েছে ৪১ জনকে এক বছর করে কারাদণ্ড প্রদান এবং ৮৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বিবার্তা/আমিনুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com