শিরোনাম
পরিবহন ধর্মঘটে ভোমরা স্থল বন্দরে স্থবিরতা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৮:৪৮
পরিবহন ধর্মঘটে ভোমরা স্থল বন্দরে স্থবিরতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মত সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। ৪৮ ঘণ্টার ধর্মঘটে সোমবার সকাল থেকে জেলার সকল রুটে অভ্যন্তরীণ ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকে।


এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বড় প্রভাব পড়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। বন্দেরের আমদানি-রপ্তানি কার্যক্রম ঠিক থাকলেও পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যেতে পারেনি। ফলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোয়িশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, এই বন্দর দিয়ে পাথর ও কাচামাল বেশি আমদানি করা হয়। দুই দিনের টানা ধর্মঘটে বন্দরে বহু কাঁচা মালামাল নষ্ট হয়েছে।


বিবার্তা/আব্দুর রহমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com