শিরোনাম
কর্ণফুলীতে টেম্পোর ধাক্কায় তিন স্কুলছাত্রী আহত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:৪৪
কর্ণফুলীতে টেম্পোর ধাক্কায় তিন স্কুলছাত্রী আহত
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথায় টেম্পোর ধাক্কায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।


এ ঘটনায় এক ছাত্রী নিহত হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়ালেও তা অসত্য বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন। তিনি আরো জানান, বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ ও ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ টেম্পোটি আটক করেছে।


আহতরা হলো- দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সানজিদা (১১), ইয়ারুন্নেছা (১২) ও নবম শ্রেণীর ছাত্রী তাসলিমা (১৪)। তারা সবাই কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার বাসিন্দা।


স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল বেলা স্কুলে যাওয়ার সময় বড়উঠানের রাস্তার মাথার প্রধান সড়ক পার হতে গেলে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির টেম্পো ছাত্রীদের ধাক্কা দেয়।


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।


কর্ণফুলী এলাকার সাইফুদ্দীন জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই সময় এমন ঘটনা ঘটছে। রাস্তা পারাপারে কোনো সাদা দাগ কাটা, সড়ক নির্দেশনা ও স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।


বিবার্তা/জাহেদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com