শিরোনাম
ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৫:২১
ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ঐক্যের নামে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। আন্দোলনকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই।


তিনি বলেন, ষড়যন্ত্র করে কেউ যাতে ধ্বংসাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ।


তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে কাজ করছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা তৈরি আছেন।


রবিবার নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি থানা চত্ত্বরে একটি বৃক্ষ রোপন করেন।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের অর্থায়নে গণপূর্ত বিভাগ নওগাঁ প্রায় ৪ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যয়ে থানার ছয় তলা এই নতুন ভবন নির্মাণ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।


বিবার্তা/বেলাল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com