শিরোনাম
শ্রমিক বিক্ষোভের মুখে পোশাক কারখানা বন্ধ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৩৪
শ্রমিক বিক্ষোভের মুখে পোশাক কারখানা বন্ধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমিক বিক্ষোভের মুখে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই সাভারে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। অভিযোগ উঠেছে শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদ করায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পাঁচ শ্রমিককে লাঞ্ছিত করেছেন কারখানার সহকারী ম্যানেজার কাসেম মিয়া।


শনিবার রাতে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় করিম গ্রুপের হাইপয়েন্ড কম্পোজিট নিট লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।


শ্রমিকরা জানায় ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলো পাঁচ শতাধিক শ্রমিক। কয়েকদিন ধরেই মালিকপক্ষ কারখানায় লোকসান হচ্ছে এমন অভিযোগে বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে। কিন্তু ছাঁটাই কৃত শ্রমিকদের কারখানায় পূর্ণবহালের দাবিতে শনিবার সকাল থেকে ওই কারখানার ভিতরে কর্মবিরতি পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।


পরে মালিকপক্ষ কোনো কিছু না জানিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।


শ্রমিকদের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করায় ওই কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বিপাকে পড়েছেন।


এদিকে কারখানার ওই কারখানার শ্রমিক ফুলমতি ও আনেছা জানান হঠাৎ করে কারখানাটি বন্ধ ঘোষণা করায় আমরা বিপাকে পড়েছি। এখন কোথায় নতুন চাকরি নেব।


এদিকে কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা না বললেও শ্রমিকদের জানিয়েছে আগামী ৩১ অক্টম্বর ২০ ধারা শ্রমিক আইনে সকল শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।


এবিষয়ে কারখানার সহকারী অ্যাডমিন ম্যানেজার কাসেম মিয়া বলেন লোকসানের মুখে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।


বিবার্তা/শরিফুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com