শিরোনাম
তুহিনের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:৩৪
তুহিনের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দরিদ্র পরিবারের মেধাবী সন্তান তুহিন মাহমুদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফলে তার উচ্চশিক্ষা নিয়ে আর কোনো দুশ্চিন্তা রইলো না।


বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।


এবছর বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামের দরিদ্র ঘরের সন্তান তুহিন মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। অথচ ভর্তির টাকা জোগাড় করার সামর্থ নেই তার পরিবারের।


শনিবার তুহিনের দৈন্যদশা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে তা স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি তুহিনের পড়াশোনার দায়িত্ব নেন।


রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বিবার্তাকে বলেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশনা অনুযায়ী শনিবার সকালেই আমি বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগকে তুহিনদের বাড়িতে পাঠাই। এরপর শাহরিয়ার আলমের পক্ষ থেকে তুহিন ও তার পরিবারকে সহায়তা দেয়ার বিষয়টি জানানো হয়।


তুহিনের বাবা আলম হোসেন মানসিক প্রতিবন্ধী। মা লতিফা বেগম কষ্টেসৃষ্টে সংসার চালান। ছেলেকে ঢাকায় পড়ানোর সামর্থ নেই তার।


এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় তুহিন ৬৪৫ তম স্থান অধিকার করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তার অবস্থান ৩৮৩।


তুহিনের মা জানান, তাদের এক মেয়ে ও দুই ছেলে। মেয়েটাই বড়। তার বিয়ে দিয়েছেন। দুই ছেলের মধ্যে তুহিন বড়। তুহিন বরাবরই পড়াশোনায় ভালো। কখনো প্রাইভেট বা কোচিং করাতে হয়নি। এলাকার শিক্ষকেরাই বিনা পয়সায় ছেলেকে পড়িয়েছেন। কেউ টাকা নেননি। তুহিনের পড়ার ঘরে কোনো টেবিল নেই। বাঁশের খুঁটির ওপর একটি তক্তা দিয়ে তার ওপর বই রাখার ব্যবস্থা করা হয়েছে।


তুহিন এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তুহিন মাহমুদ জানান, এসএসসির পর রাজশাহীতে নিউ গভ. ডিগ্রি কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু শহরে পড়তে যেতে পারেননি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।


মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মনোয়ার হোসেন বলেন, ছেলেটি খুবই মেধাবী। নবম শ্রেণিতে পড়ার সময় ‘স্কলার ওয়েলফেয়ার ট্রাস্টে’র একটি বৃত্তি পরীক্ষায় ২০০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে সে প্রথম হয়েছিল।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com