শিরোনাম
চট্টগ্রামে আজ ঐক্যফ্রন্টের সমাবেশ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ০৯:৩২
চট্টগ্রামে আজ ঐক্যফ্রন্টের সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে আজ শনিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হবে।


সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চাইলেও নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের করার অনুমতি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এজন্য তাদের ২৫টি শর্ত দেয়া হয়।


নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন। সমাবেশ ঘিরে যে কোনো নাশকতা রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।


ড. কামালের নেতৃত্বে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমাবেশটি জোটের দ্বিতীয় সমাবেশ। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।


এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলগুলো কাজ করছে। সমাবেশের মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com