শিরোনাম
শিক্ষক নিহতের ঘটনায় বাকৃবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৭:৪৯
শিক্ষক নিহতের ঘটনায় বাকৃবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন
বাকৃবি প্রতনিধি
প্রিন্ট অ-অ+

ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) শাখা।


মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন করা হয়।


ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জুনায়েদ হাসানের সভাপতিত্বে ও বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় মানববন্ধনে গ্রামীণসমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, আনন্দমোহন কলেজ ছাত্র ফ্রন্ট শাখার সহ-সভাপতি আরিফুল হাসান, ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক মাগফুরা জেরিন প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে রবিবার মিছিল করলে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনায় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ মারা যান।


বিবার্তা/শাহীন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com