শিরোনাম
নড়িয়ায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১০:২১
নড়িয়ায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুর্বৃত্তের রডের আঘাতে নাহিদ মীর মালত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।


বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের মহিষখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।


নাহিদ মীর মালত উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের আলী হোসেন মীর মালতের ছেলে এবং স্থানীয় মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজির সঙ্গে সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে তাদের সমর্থকদের মাঝে একাধিক হামলা, মামলা, হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালতের সমর্থক নাহিদ মীর মালত। বুধবার সন্ধ্যায় রাজনগর মহিষকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নাহিদকে একা পেয়ে রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে দুর্বৃত্তরা। এ সময় নাহিদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে শরীয়তপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজি ও আনোয়ার বেপারীর সমর্থকরা নাহিদকে হত্যা করেছে বলে অভিযোগ নিহত পরিবারের। তবে রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজি ও সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালতের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।


নড়িয়া থানা পুলিশের ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, রাজনগর ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে কোন্দল রয়েছে। তারই জেরে এই ঘটনা ঘটতে পারে।


বিবার্তা/ইলিয়াস/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com