শিরোনাম
কাঁঠালিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ২১:২৬
কাঁঠালিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামী আবদুল জব্বার হাওলাদারকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল জব্বার হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।


মামলার বিবরণ থেকে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৯ জুলাই রাতে কাঁঠালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে স্ত্রী তাছলিমা বেগমকে গলাটিপে হত্যা করে স্বামী আবদুল জব্বার হাওলাদার। এ ঘটনায় পরের দিন কাঁঠালিয়া থানায় নিহতের ছোট বোন ছালমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।


১৬ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামীকে যবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল ও আসামি পক্ষে অ্যাডভোকেট নূরুল ইসলাম মামলা পরিচালনা করেন।


দণ্ডপ্রাপ্ত আবদুল জব্বার হাওলাদার দক্ষিণ কৈখালী গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com