শিরোনাম
সিলেট পৌঁছে মাজার জিয়ারত ঐক্যফ্রন্টের নেতাদের
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১০:৩৫
সিলেট পৌঁছে মাজার জিয়ারত ঐক্যফ্রন্টের নেতাদের
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেট পৌঁছে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এরপর বিকেলে তারা এক সমাবেশে যোগ দেবেন।


বুধবার সকাল সাড়ে ৬টায় সিলেটে পৌঁছে প্রথমেই শাহজালালের মাজারে যান বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতারা।


বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান ‍দুদু, এজেডএম জাহিদ হোসেন, মনিরুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ ঢাকা থেকে আসা নেতাদের পাশাপাশি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।


শাহজালালের মাজার জিয়ারতের পর ঐক্যফ্রন্টের নেতারা মাজার সংলগ্ন কবরস্থানে এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে খাদিম নগরে গিয়ে শাহপরানের মাজার জিয়ারত করেন তারা।


বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দুই আওলিয়ার মাজার জিয়ারতের পর হোটেলে বিশ্রাম শেষে সমাবেশে যোগ দেবেন নেতারা।


দুপুর ২টায় সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে সমাবেশের আগে বুধবার ঐক্যফ্রন্টের নেতাদের মাজার জিয়ারতের কথা থাকলেও এই সিদ্ধান্ত পাল্টে বাকিদের ছাড়া মঙ্গলবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।


রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান ড. কামাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরসহ স্থানীয় বিএনপির জনা কয়েক নেতাকর্মী।


বিএনপিকে সঙ্গে নিয়ে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন কামাল হোসেন। এই জোটে বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়া মিলে মোট পাঁচটি দল রয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com