
হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন ১৫ জন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাকিম মিয়াসহ অন্তত ১৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/ছনি/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]