শিরোনাম
নিহত শিক্ষকের স্মরণে করিমগঞ্জে সভা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৮:০০
নিহত শিক্ষকের স্মরণে করিমগঞ্জে সভা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সবাই শিক্ষক হতে পারেন না। যারা নিজেকে ভালো ছাত্র মনে করেন, তারাই ভালো শিক্ষক হতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন।’


সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহর স্মরণসভায় এ মন্তব্য করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।


শুক্রবার শিক্ষক আহসান উল্লাহর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চুল্লী গ্রামে আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, আহসান উল্লাহ সাহেব ছিলেন একজন সৎ ও আদর্শ শিক্ষক।’


গত ৬ অক্টোবর সকালে কিশোরগঞ্জ থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিকলীগামী সিএনজিচালিত অটোরিকশা উল্টে শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহর মৃত্যু হয়। সড়কে এক শিশুকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন প্রয়াত শিক্ষকের চাচা ডা. এস এম মোস্তফা খান পাঠান। আলোচনা করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী জসিম উদ্দিন, গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া, জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com