শিরোনাম
প্রতিমা বির্সজন দেখতে নৌকায় মুক্তি
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৯:৪৯
প্রতিমা বির্সজন দেখতে নৌকায় মুক্তি
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুভ বিজয়াতে প্রতিমা বিসর্জন দেখতে নাটোরের গুরুদাসপুরের নন্দকুঁজা নদীর দু’পাড়ে বসেছিল সম্প্রীতির মিলন মেলা। নদীতে শত শত নৌকা। দুপরের পর থেকে বিসর্জনের বাজনার তালে তালে কানে আসছিল দুর্গাভাসানের চিরচেনা স্লোগান! দুর্গাপূজার এই স্লোগান সর্বজনীন- ‘মা এলেন, মা যাচ্ছেন।’


এ সময় হাজারো মানুষের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নৌকা থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও প্রতিমা বির্সজন উপভোগ করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা, তদন্ত অফিসার মোহাম্মদ আনারুল ইসলাম, ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকিসহ আরো অনেকে।



এদিকে বিসর্জন দেখতে উপজেলার নাজিরপুর থেকে পৌরসভার চাঁচকৈড় ও কাছিকাটা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা ছিল উৎসবমুখর। অন্য ধর্মের লোকজনও উপভোগ করেছে এ উৎসব। এ ছাড়া উৎসবকে ঘিরে নন্দকুঁজা নদীর পাড়ে বসেছিল শিশুদের খেলনা, জিলাপীসহ নানা পণ্যের দোকান।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ জানান, এ বছর উপজেলার ৩৭টি পূজামণ্ডপ থেকে বির্সজন দেয়া হয়েছে। এটি শত বছরের ঐতিহ্য।


বিবার্তা/শুভ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com