শিরোনাম
আশাশুনিতে বিজয়া দশমী উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:১৮
আশাশুনিতে বিজয়া দশমী উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা আশাশুনি উপজেলার পুইজালা নদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উত্তর বিল বকচর শারদীয় দুর্গোৎসব কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার ৪টি বাইচ দল অংশ নেয়।


আকর্ষণীয় এ নৌকা বাইচ প্রতিযোগিতায় একতা যুব সংঘ ১ম ও রেজাউল মালীর সোরা মালিপাড়া নৌকা ২য় স্থান লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরষ্কার বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন সকল ধর্মকে সমান চোখে দেখা। বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে আছে। আমরা ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে চাই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শাহ নেওয়াজ ডালিম প্রমুখ।


বিবার্তা/শহিদুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com