শিরোনাম
সাভারে ৪ রিকশাচালককে বেধম পেটালো পুলিশ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ০৮:৫৯
সাভারে ৪ রিকশাচালককে বেধম পেটালো পুলিশ
অভিযুক্ত এএসআই সোলায়মান
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অভিযোগ তুলে চার রিকশাচালককে পিটিয়ে গুরুতর আহত করেছে সাভার মডেল থানার এক পুলিশ সদস্য।


মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে রেডিওকলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় রিকসা চালকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।


রিকশাচালকরা জানান প্রতিদিন তারা রেডিওকলোনি এলাকা থেকে জামসিং পর্যন্ত আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালান তারা। পরে আঞ্চলিক সড়কে রিকশা চালানোর অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রিকশাচালক ইমন মিয়া (৩০), নজরুল ইসলাম (২৫), এবাদুল মিয়া (২৬), সুলতান শেখকে (২৩) ধরে এলোপাথারি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সাভার মডেল থানার এ এস আই সোলায়মান। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহত রিকশাচালকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।


এ ঘটনায় ওই এলাকায় রিকশাচালকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা বলেন, ওই আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালালে ওই পুলিশ সদস্য তাদের কাছে থেকে চাঁদার টাকা দাবি করেছিল।


এদিকে ওই আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালালে নতুন করে চালকদের পিটিয়ে হাত পা ভেঙ্গে হাসপাতালে পাঠানোর হুমকি দিয়েছেন ওই পুলিশ সদস্য বলে অভিযোগ করেছেন রিকশাচালকরা। তাদের দাবি মারধরের ঘটনায় কোন রিকশাচালক প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন ওই পুলিশ সদস্য।


এছাড়া গত ১ অক্টোবর দেলোয়ার হোসেন (২১) ও আঞ্জু মিয়া (৩৫) দুই রিকশা চালককে একই অভিযোগ তুলে ওই পুলিশ সদস্য তাদেরকে পিটিয়ে আহত করে। আহতরা রিকশাচালকরা রেডিওকলোনি, ভাটপাড়া ও জামসিং এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন।


এ বিষয়ে সাভার মডেল থানার অভিযুক্ত ওই পুলিশ সদস্য এএসআই সোলায়মান বলেন, ‘মহাসড়কে যে কেউ অটোরিকশা চালালে তাকে আমি পিটিয়ে আহত করবো।’


এ ঘটনায় সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘মারধরের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’


বিবার্তা/শরিফুল/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com