শিরোনাম
সমাজের কল্যাণে হাজীদের এগিয়ে আসার আহবান রাঙ্গার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:০৭
সমাজের কল্যাণে হাজীদের এগিয়ে আসার আহবান রাঙ্গার
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

হাজীদেরকে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেছেন, হাজীরা আল্লাহর কাছে যেমন সম্মানিত, তেমনি সমাজেও সম্মানিত। এই সম্মানকে কাজে লাগিয়ে সত্য ও সুন্দরের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষাকে তুলে ধরতে হবে।


বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হাজী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।


প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, বর্তমান সরকার হাজীদের হজ্ব ব্যবস্থাপনায় দূর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছে। আগের মত হাজীদের এখন আর কষ্ট করতে হয় না।


অনুষ্ঠানে শফিকুজ্জামান সুজা ও আজিজুল ইসলাম আরাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জিকরুল হক।


আদর্শ হাজী কল্যাণ সমিতির সভাপতি খোরশেদুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালক শাহাদৎ হোসেন প্রমুখ।


পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়ায় (রংপুর-১ আসন) শারদীয় দূর্গোৎসবের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রাঙ্গা।


বিবার্তা/সোহেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com