শিরোনাম
এখনই তীব্র শীত রাজারহাটে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ২২:৩০
এখনই তীব্র শীত রাজারহাটে
রাজারহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রাজারহাটে অন্যান্য বছরগুলোতে দেখা গেছে, কার্তিক মাসের প্রথম দিকে এভাবে আগাম তীব্র শীতের দেখা মেলেনি। এ বছর ১ আশ্বিন থেকেই আগাম শীত অনুভূত হচ্ছে।


মঙ্গলবার কার্তিক মাসের শুরু থেকেই এ অঞ্চলে শুরু হয়েছে তীব্র শীতের আগমনী বার্তা। গত এক মাস ধরে রাতের তাপমাত্রা কমতে শুরু করে। শুধু রাতে নয় দিনের বেলাও কিছুটা তাপমাত্রা কমছে।


বুধবার সকালে উঠে দেখা মিলছে বিভিন্ন লতা, পাতা, গাছে যেন শিশিরের অলংকার পড়েছে। তাই মানুষ রাতে ফ্যান বাদ দিয়ে এখন কম্বল-কাঁথা নেয়া শুরু করেছে।


আকষ্মিকভাবে তিন দিন ধরে সারারাত তীব্র আকারে কুয়াশা পড়ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বুধবার সকাল ১০টা পর্যন্ত এ অঞ্চলের মানুষের শরীরে শীত নিবারণের জন্য চাদর ও কম্বল ব্যবহার করতে দেখা গেছে।


আবহাওয়া অফিস বলছে, এ বছর বৃষ্টিপাত কম হওয়ার আগাম শীতের আগমন ঘটছে। তাই এ বছর শীতের স্থায়ীত্ব ও তীব্রতা বাড়তে পারে।


এ ব্যাপারে কুড়িগ্রাম-রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক এ এইচ এম মোফাখখারুল জানান, বুধবার রাজারহাটের সর্বনিম্ন তামপাত্রা ১৭ দশমিক ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/লিমন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com