শিরোনাম
আশুলিয়া থেকে ২ অপহরণকারী গ্রেফতার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৪৮
আশুলিয়া থেকে ২ অপহরণকারী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপহরণ করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে দুই অপহরণকারী সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই অপহরণকারী হলো মনির হোসেন (৩২) ও রাসেল মিয়া (২৭)। তারা শরিয়তপুর জেলার সদর থানার কোয়ারপুর গ্রামের এস এম বারেকের ছেলে।


এলাকাবাসী জানায়, আটক দুই অপহরণকারী রাজধানীর গুলশান থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করে বাড়িতে এনে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরে অপহরণের শিকার ওই দুই ব্যবসায়ী বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ বুধবার সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক দুই অপহরণকারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ব্যাংক ডাকাতি ও অপহরণসহ বিশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে আটক দুই অপহরণকারীর চারাবাগের নিজ বাড়িতে দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।


এবিষয়ে আশুলিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার বলেন, আটক দুই অপহরণকারীর বিরুদ্ধে বিভিন্ন সময় সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেফতার করে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।


আটক দুই অপহরণকারীকে দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই শহিদুল ইসলাম। তিনি বলেন, তাদের সাথে অন্যকেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।


বিবার্তা/শরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com