শিরোনাম
মোরেলগঞ্জে ৩০হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৬
মোরেলগঞ্জে ৩০হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে কোস্টগার্ডের গত কয়েক দিনের অভিযানে জব্দকৃত ৩০হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছোলমবাড়িয়া বাসস্টান্ড সংলগ্ন বালুর মাঠে এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


কোস্টগার্ডের শরণখোলা ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মাহাবুব আলম জানান, ভ্রাম্যমাণ আদালত মোরেলগঞ্জ উপজেলা মৎস্য দফতর, কোষ্ট গার্ড, থানা পুলিশ ও নৌ-পুলিশের সহযোগীতায় পানগুছি ও বলেশ্বর নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে বেহুন্দি জাল, চরঘেরা জাল, বাঁধা জালসহ প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করাহয়। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।


আটককৃত এসব অবৈধজাল পুড়িয়ে ধ্বংস করার সময় অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলি, নৌ-পুলিশের এসআই শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com