শিরোনাম
কালিয়াকৈরে যাত্রীবেশে ডাকাতি, গ্রেফতার ৪
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৪২
কালিয়াকৈরে যাত্রীবেশে ডাকাতি, গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবেশে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ইপাড়া এলাকায় ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ঠিকানা পরিবহন নামের একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।


আটককৃত ডাকাতদলের সদস্যরা হলো- আব্দুল্লাহ, জীবন, আয়নাল ও আলামিন। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।


কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আনুমানিক রাত ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর থেকে ১৫/১৬ জনের একটি সংঘবন্ধ ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে।


রাত ১০টার দিকে ডাকাতের কবলে পড়া বাসটি উপজেলার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্ক এলাকায় পৌঁছলে একজন মহিলা যাত্রী চিৎকার শুরু করলে বাসটি চন্দ্রার দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়। পরে বাসটি চন্দ্রায় পৌঁছলে ওই মহিলার ডাক চিৎকারে স্থানীয়রা বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাত দলের দুই সদস্য আব্দুল্লাহ ও জীবনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।


পরে আটককৃত ওই দুই ডাকাতকে জিজ্ঞাবাদের পর অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আয়নাল ও আলামিনকে গ্রেফতার করে।


বিবার্তা/তুহিন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com