শিরোনাম
কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১৩:২০
কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবস আজ ১ কার্ত্তিক। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন সাঁইজির আখড়া বাড়িতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।


উৎসব উপলক্ষে ধুয়ে মুছে পরিস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে সাঁইজির মাজার। এরই মধ্যে দূর দূরান্ত থেকে সাধু, লালন ভক্ত আর তাঁর অনুসারীরা আখড়াবাড়ির আঙিনায় আসন পেতে বসেছেন।


‘ধর্মীয় শাস্ত্র, কিংবা ঈশ্বর নয়’ লালন সাঁইজির জীবদ্দশায় তাঁর বাণীতে কেবল মানুষেরই ভজন সাধনের কথা বলেছেন। তাই আত্মশুদ্ধি ও স্রোষ্টার সান্নিধ্য পেতে ভক্ত ও আশেকানদের ছুটে আসা সাঁইজির ধামে। কিছু শিখিয়ে দিতে হয় আবার নিজেরও কিছু শিখতে হয়। এজন্যই অনেক সাধুদের আগে থেকে আসা।


সাইজির তিরোধান দিবস মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবং পরদিন দুপুরে পূণ্যাসেবার মধ্য দিয়ে শেষ হবে।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তিনদিনের এ উৎসব উদ্বোধন করবেন। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।



উৎসবের প্রতিদিন সন্ধ্যায় আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত চলবে লালনের বাণী পরিবেশনা। এছাড়াও বসেছে গ্রামীণ মেলা।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com