শিরোনাম
নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:০৩
নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে জঙ্গিদের আস্তানা সন্দেহে পৃথক দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।


সদর উপজেলার মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে একটি বাড়ি সোমবার রাত ১০টা থেকে ঘিরে রাখা হয়।


অন্যদিকে সদর উপজেলার শেখেরচরের দীঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে জঙ্গি আস্তানা সন্দেহে বিল্লাল মিয়ার বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।


ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের আড়িপাতা শাখা (এলআইসি) যৌথভাবে ওই অভিযানের প্রস্তুতি নেয়।


কর্মকর্তারা জানান, দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধানের পর ওই দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়েছে।


কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান সোমবার রাতে জানান, আমরা জেএমবির আস্তানা দুইটি ঘেরাও করে রেখেছি। অপারেশনের প্রস্তুতি চলছে। রাত পোহালে অপারেশন পরিচালনা করা হবে। এর বাইরে কিছু বলা সম্ভব নয়।


অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, মাধবদীথে সাততলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদ্রাসা। আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি বাড়িটির সাততলার একটি বাসায় সাতজন জঙ্গি অবস্থান করছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com