শিরোনাম
কুষ্টিয়ায় সড়কে চাঁদা উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:৩৬
কুষ্টিয়ায় সড়কে চাঁদা উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় সড়কে চাঁদা উত্তোলন নিয়ে জেলা ট্রাক মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এবং কুষ্টিয়া আন্তঃজেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।


সংঘর্ষে মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ চারজন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যম্পের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- আন্তঃজেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির নেতা নুরু আলম (৪৫), নাসিম (৩২) ও আবুসাইদ (৩৫)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


লতিফ দাবি করেন, তালবাড়ীয়া পুলিশ ক্যম্পের সামনে চেকপোস্ট বসিয়ে জেলা ট্রাক মালিক গ্রুপ ও কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লোকজন অবৈধভাবে সড়কে চাঁদার টাকা আদায় করছিলো। এর প্রতিবাদ করায় আমার উপর হামলা হয়েছে। আমাদের দু’টা মোটরসাইকেল, আমার গলায় থাকা সোনার চেনসহ আমার কাছে থাকা নগত ৫০ হাজার ছিনতাই করেছে তারা। আমি এ হামলার বিচার চাই।


কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস দাবি করেন, আমরা সারা বছর তালবাড়ীয়া পুলিশ ক্যম্পের সামনে চেকপোস্টে টাকা তুলি। ওই টাকা ছিনতাই করার জন্য উনারা ১০-১৫ জন এসে চেকপোস্টে থাকা লোকজনের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ওদের ধাওয়া দিলে লতিফসহ তারা মোটসাইকেল নিয়ে পালাতে গেলে তিনি সড়কের উপর পড়ে গিয়ে আহত হন।


কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানতীর আরাফাত বলেন, এটা তাদের উন্নয়নের ব্যাপার। সাধারণ মানুষের কাছ থেকে তো চাঁদা আদায় করা হচ্ছে না। তাদের উন্নয়নের তারা করতেই পারে।


বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com