শিরোনাম
প্রধানমন্ত্রীর জনসভা: ঘাটে আসতে শুরু করেছে জনসাধারণ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১১:২১
প্রধানমন্ত্রীর জনসভা: ঘাটে আসতে শুরু করেছে জনসাধারণ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে রবিবার বিকেল ৩টায় শিবচর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই জনসভাকে ঘিরে সকাল থেকেই কাঁঠালবাড়ী ফেরিঘাটে আসতে শুরু করেছে বিভিন্ন এলাকার মানুষ।


সরেজমিনে কাঁঠালবাড়ী ঘাট ঘুরে দেখা গেছে, সকাল ৮টা থেকেই দূর-দূরান্তের নানা শ্রেণিপেশার মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে এসে জমা হচ্ছেন। এদিকে শিবচরসহ আশেপাশের এলাকা থেকে সকালেই ঘাটে এসে পৌঁছেছেন বীর মুক্তিযোদ্ধারা।


শিবচরের মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মাতুব্বর বলেন, প্রধানমন্ত্রীর জনসভা যদিও বিকেল ৩টায়, তবে আমরা সকালেই সকল মুক্তিযোদ্ধারা ঘাট এলাকায় এসে পৌঁছেছি। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করছি।


এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শনিবার থেকেই কাঁঠালবাড়ী ঘাটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। ঘাট এলাকার চারপাশে ব্যানার, ফেস্টুন, তোরণ, সাইবোর্ডে ঘিরে ফেলা হয়েছে।


উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জননেত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা নেতাকর্মীরা প্রস্তুত। আমরা আশা করছি প্রায় দুই লক্ষাধিক মানুষ জনসভায় অংশগ্রহণ করবে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com