শিরোনাম
মোরেলগঞ্জে দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান প্রদান
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ২১:০২
মোরেলগঞ্জে দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান প্রদান
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ দূর্গাপুজা উপলক্ষে উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভার ৭৬টি মন্দিরে সরকারিভাবে বরাদ্দকৃত ও সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ অনুদান দেয়া হয়েছে।


শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন দূর্গোৎসব উপলেক্ষে উৎসব কমিটির নেতৃবৃন্দের কাছে সরকারি ভাবে বরাদ্দকৃত মন্দির প্রতি আধা মেট্রিকটন (৫০০ কেজি) চাল ও সংসদ সদস্য তার নিজস্ব তহবিল থেকে পৌরসভার ৫টি মন্দিরের প্রতিটিতে ৫ হাজার ও ১৬ ইউনিয়নের ৭১টি মন্দিরের প্রতিটিতে ২ হাজার করে টাকা প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু।


এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ওসি এম.কে আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন, যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com