শিরোনাম
নেটওয়ার্ক বিড়ম্বনায় গোপালগঞ্জের ৪ গ্রামের মানুষ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:২১
নেটওয়ার্ক বিড়ম্বনায় গোপালগঞ্জের ৪ গ্রামের মানুষ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোবাইল ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় গোপালগঞ্জের চার গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার। বারবার বিষয়টি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো লাভ হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মোবাইল ফোনের স্থানীয় গ্রাহকরা।


গ্রামগুলো হলো- গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা, তেঁতুলিয়া, পাঁচুড়িয়া ও দুর্গাপুর।


স্থানীয়রা জানান, এসব গ্রামে আজ পর্যন্ত মোবাইল অপারেটরদের কোনো কোম্পানির নেটওয়ার্ক ঠিকমত পাওয়া যায় না। মাঝেমধ্যে নেটওয়ার্ক পাওয়া গেলেও তাতে স্পষ্টভাবে কথা শোনা যায় না। এতে হাট-বাজার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি এবং অনলাইন ভিত্তিক দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


দুর্গাপুর বাজারের ক্যাবল ব্যবসায়ী শেখ শাহ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিজিটাল যুগে আজও আমাদের বাজারে কোনো মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ঠিক মতো পাই না। এ বিষয়ে কোম্পানিগুলোর অফিস এবং হেল্পলাইনে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাইনি।


মাঠলা গ্রামের মোবাইল ব্যবসায়ী মিরু মুন্সী বলেন, আমাদের এলাকায় সব কোম্পানির নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। মোবাইলে জরুরি কথা বলার সময় কলড্রপ, ইমাজেন্সি নেটওয়ার্কসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। আধুনিক প্রযুক্তির যুগে নেটওয়ার্কের এ অবস্থা মেনে নেয়া যায় না। তাই দ্রুত সমস্যার সমাধান করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


পংগু বাজারের মামুন টেলিকমের স্বত্বাধিকারী মো. মামুন মুন্সী বলেন, সিম তুলতে এবং সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় আমরা গ্রাহকদের সেবা দিতে পারি না।


কলেজ ছাত্র রবিউল ইসলাম বলেন, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা শিক্ষার্থীরা ডিজিটাল যুগেও পরীক্ষার ফলাফল, ভর্তি ও চাকরির আবেদন, মোবাইল ব্যাংকিংসহ অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাই দ্রুত সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এ ব্যাপারে গোপালগঞ্জ বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান বলেন, যদি এমন হয় আগে নেটওয়ার্ক পাওয়া যেত, এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো টাওয়ারের ব্যাজ পরিবর্তন করতে হবে। ব্যাজের নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণের কারণে এমনটা হতে পারে।


বিবার্তা/শিমুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com