শিরোনাম
‘বিএনপি-জামাত আবার যেন সন্ত্রাস সৃষ্টি করতে না পারে’
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৫:২৭
‘বিএনপি-জামাত আবার যেন সন্ত্রাস সৃষ্টি করতে না পারে’
ফাইল ছবি
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামাতের সন্ত্রাস সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানালেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতা বর্ণনা করে বলেন, বিএনপি-জামাত আবার যেন সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।


শুক্রবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া মণ্ডলের বাজারে রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।


এসময় আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সুবীর কুমার সরকার, বালিয়াডাঙ্গী কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান, ওসি আবদুল মতিন প্রধান, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।


বিবার্তা/রকি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com