শিরোনাম
‘২১ আগস্ট রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবো’
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৪:১৬
‘২১ আগস্ট রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবো’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘২১ আগস্ট রায়ের কপি আমরা দেখবো। দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেয়া য়ায় সেই সিদ্ধান্ত নেবো।’
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মনিয়ন্দ ইউনিয়নের ইউনিয়নের তুলাই শিমুল বাজারে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন জাতীয় সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রীই বলতে পারবেন। এব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।’


এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলা মোগড়া, মনিয়ন্দ, কর্নেলবাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com