শিরোনাম
আশুলিয়ায় ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ০৯:৫১
আশুলিয়ায় ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার বিভিন্ন গ্রামের মানুষের আর্সেনিকে মৃত্যুঝুঁকি কমাতে আর্সেনিক মুক্ত নিরাপদ পানির জন্য পাইপলাইন ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে পাইপলাইন ওয়াটার সাপলাই স্কিমের সুইচ টিপে পানি সাপ্লাইয়ের উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।


উদ্বোধনী অনুষ্ঠানে শাহাব উদ্দিন মাদবর বলেন, পানির গুনগত মান অত্যন্ত উচ্চ মানের। যা আশুলিয়া ইউনিয়ন বাসীর জীবন যাত্রার মানের ও পরিবর্তনে সামর্থ্য হবে।



এডিপির ১১ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ থেকে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) সহযোগিতায় ও বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল (ডিপিএইসইপির) এ পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সাপ্লাইয়ের এ কাজ হয়েছে। আজ থেকে ওই ইউনিয়নের ১৩’শ ৬০টি পরিবার নিরাপদ পানি পাচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com