শিরোনাম
নলছিটিতে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ২২:৪৫
নলছিটিতে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটিতে ইলিশ মাছ শিকারের দায়ে ৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম এ রায় দেন।


দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পশ্চিম চরদপদপিয়ার আজিজ মীরের ছেলে জামাল মীর (৩৫), অনুরাগ গ্রামের ছোহরাফ সরদারের ছেলে বাবুল সরদার (৩০), একই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০) ও মগড় গ্রামের মৃত ইসহাক মাঝির ছেলে ছিদ্দিক মাঝি (৫০)।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দু'টি টিম অভিযানে নামে। এ সময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ৪ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত শনিবার থেকে আগামী শনিবার (২৮ অক্টোবর) পর্যন্ত নদীতে জাল ফেলা, ইলিশ শিকার, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com