শিরোনাম
চট্টগ্রামে ১৭ স্পটে অবস্থান নেবে আ.লীগ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:৩৪
চট্টগ্রামে ১৭ স্পটে অবস্থান নেবে আ.লীগ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে টানা তিন দিন চট্টগ্রামের ১৭টি স্পটে অবস্থান নেবে আওয়ামী লীগ। রায়কেন্দ্রীক যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক থাকবেন দলটির নেতাকর্মীরা।


মঙ্গলবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন নগরের এই ১৭টি স্পটে নেতাকর্মীরা অবস্থান নেবেন।


স্পটগুলো হলো- নগরের দারুল ফজল মার্কেট চত্বর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড, আন্দরকিল্লা মোড়, ২১ নম্বর জামালখান, ৩২ নম্বর আন্দরকিল্লা ও অক্সিজেন মোড়, ২২ নম্বর এনায়েত বাজার, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, দেওয়ানহাট মোড়, ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড।


নিজ নিজ ওয়ার্ডে অবস্থান নেয়ার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে জানান আ জ ম নাছির। এ সময়, সরকারের উন্নয়নের প্রচারপত্রও বিতরণ করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com