শিরোনাম
শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে: ইলিয়াস কাঞ্চন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:২০
শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে: ইলিয়াস কাঞ্চন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়ক চাই’য়ের চেয়ারম্যান ও চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু নিরাপদ আইন করলেই চলবে না। চালক ও সংশ্লিষ্টদের সচেতন করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকতে হবে।


তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে এবং স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে।


তিনি আরো বলেন, প্রতিটি মানুষ যখন সচেতন হবে তখনই দুর্ঘটনা শুন্যের কোঠায় নেমে আসবে। উন্নত বিশ্বের দিকে তাকালেই দেখা যাবে সেখানে সড়ক দুর্ঘটনা খুবই কম। তাই প্রচার প্রচারণার মাধ্যমে আমরাও পারি এ সড়ক দুর্ঘটনাকে কমিয়ে আনতে।


টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও শিক্ষক কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে এ সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।


টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্বে আরো মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার মহাসচিব এহসানুল হক কামাল, টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট করুণা রানী দেবী, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের উপ-পরিচালক আবু নাঈম প্রমুখ।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com