শিরোনাম
লালমনিরহাটে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:০৬
লালমনিরহাটে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটে মানববন্ধন পালন করা হয়েছে।


মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের মিশন মোড় গোল চত্বরে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, (এনসিটিএফ) ন্যাশনাল চিলড্রেন ট্রাসর্ফোস লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট শিশু একাডেমির আয়োজনে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান, গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সিনিয়র সাংবাদিক গোকুল রয়, বত্রিশ হাজারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বাল্য বিবাহের কুফল, আইন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন। মানববন্ধনে জেলার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনসিটিএফের সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।


বিবার্তা/জিন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com