শিরোনাম
মাইক্রোবাস থেকে অস্ত্র-ইয়াবা উদ্ধার, আটক ২
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১২:০৮
মাইক্রোবাস থেকে অস্ত্র-ইয়াবা উদ্ধার, আটক ২
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লালখানবাজার এলাকা থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


আটককৃতরা হলো- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালীর চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান জানান, রবিবার সন্ধ্যার দিকে এসব অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।


ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান, র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিম।


তিনি বলেন, গোপন সূত্রে ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পাই। পরে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়। গাড়িতে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।


বিবার্তা/জাহেদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com